ফুলছড়ি প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মোঃআতিকুর রহমান কে পুনরায় সভাপতি ও মোঃতৌহিদুর রহমান তুহিন কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়েছে। ২৮ জুন মঙ্গলবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রথমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আইয়ুবরহোসেন( করতোয়া প্রতিনিধির) রুহের মাগফেরাত কামনা করে একমিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরবর্তীতে সাংবাদিক বৃন্দরা প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন করা প্রয়োজন বলে প্রস্তাব করেন।প্রস্তাবের একপর্যায়ে আলোচনার মাধ্যমে সবার সম্মতি ক্রমে মোঃ আতিকুর রহমান কে পুনরায় সভাপতি (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত করা হয়।এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ-তৌহিদুর রহমান তুহিন(এশিয়ান টেলিভিশন ও আমার বার্তা)কে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন -সহ সভাপতি মোঃ-মেহেদী হাসান বাবু(স্বদেশ বিচিত্রা) সোলায়মান হোসেন ফুলমিয়া(দৈনিক মাতৃছায়া)যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ- ফারুক হোসেন(24asia,দৈনিক অধিকার),সাংগঠনিক সম্পাদক কেএম জহুরুল হক জনি(দৈনিক কলম কথা পত্রিকা),কোষাধ্যক্ষ মোঃ-জাহাঙ্গীর আলম জীবন(রাজশাহীর সময়)দপ্তর সম্পাদক মোঃ- আরিফুল ইসলাম আরিফ(24asia),প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম(সাহারা টেলিভিশন),কার্যকরী সদস্য মোঃশহিদুল ইসলাম (সাপ্তাহিক গাইবান্ধার বুকে,দৈনিক গণকণ্ঠ)মোঃ-শফিউলআলম(বাংলার বুকে)ও মোঃ-আশরাফুল ইসলাম( দৈনিক গাইবন্ধার মুখ)। উক্ত কমিটি আগামী ৩(তিন) বছরের জন্য নির্বাচিত করা হয়।