মোল্লাহাটে রাতের আধারে ৩ বিঘা জমির ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ
২৮-০২-২০২১ বাগেরহাটের মোল্লাহাটে রাতের আধারে চার জন কৃষকের অতন্ত তিন বিঘা জমির ঘেরের পাড়ের ফলন্ত ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে অগ্যতনামা দুস্কুতিকারীদের বিরুদ্ধে। মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামে গত ২৬-০২-২০২১ শুক্রবার দিবাগত রাতে ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। হাড়িদাহ গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক, নজরুল মোল্লা(৫৭), আবুল হাসান মোল্লা(৬৫), রেজাউল শেখ (৩৫), ও হাসমত মোল্লা(৫৮) তাহারা জানান রাতের আধারে কে বা কাহারা তাদের ঘেরের পাড়ের ফলন্ত অনেকগুলো কলাগাছ ক্ষতি সাধন করে। তারা এ বিষয়ে অগ্যতনামা দুষ্কৃতকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে থানায় অভিযোগ করবেন বলে ও জানান।