ফরিদপুরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮


বাংলাদেশ র্যাব-৮ অন্তর্ভুক্ত সিপিসি-২,এর একটি টহল দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন দক্ষিণ শাপলা সড়ক আলীপুরের পাকিস্থান পাড়াস্থ পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উত্তর পাশ হতে ০১। মোঃ শাওন মৃধা(২৯), পিতা- মোঃ হান্নান মৃধা, সাং- ভবানীপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৩,৯৪০ (তিন হাজার নয় শত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট,১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্ব এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৫টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ও জব্দকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে সুএে জানানো হয়েছে।
Enter
You sent
