ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব  মহিলা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের ২৭তম
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টায় সরকারি ফজিলাতুন্নেছা মুজিব
মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক কাউন্সিলের সভাপতি দেবদুলাল বসু চম্পক।
শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন শিক্ষক পরিমল কান্তি মন্ডল, সচীন্দ্রনাথ রায়, তাপস কুমার বিশ্বাস, মো. হায়দার আলী, কাজী
ডেইজী আক্তার, সুকুমার বাগচী, শিক্ষার্থী জলি আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে সাবেক গনপরিষেদ সদস্য শেখ আলী আহম্মদ সহ কলেজ প্রতিষ্ঠায় যারা অনন্য অবদান রেখেছেন।
তাদের মধ্যে যারা বেচেঁ নেই তাদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া যারা এখনো বেচেঁ আছেন তাদের জন্য দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় কলেজের অন্যন্য শিক্ষক ও
শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়টি ১৯৯৫ সালে
প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে অত্যান্ত সুনামের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলে আসছে। যে
কারনে বর্তমানে অত্র কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১হাজার ৫শত জন। #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *