ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান এর উদ্যোগে ৫ নং ওয়ার্ডে সুধী সমাবেশ অনুষ্ঠিত


ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামে হয়রত আমীর হামযা (রাঃ) দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে ২০ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় সূধী সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু।
এসময় উক্ত এলাকায় হিন্দু-মুসলিম সম্প্রতি সুষ্ঠ পরিবেশ বজায় থাকে তার উপর গুরুত্ব প্রদান করা হয়। উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে একত্ততা ঘোষনা করেন। অহেতুক উষ্কানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভুতিতে আঘাত হয়েছে ফেসবুকের এমন পোষ্ট পরিহার করতে সকলে প্রতি আহবান জানান প্রধান অতিথি। সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য সরদার মোস্তাকিম, মাদ্রাসা সুপার মাওঃ খান মোজাফ্ফার হুসাইন,সহ-সুপার জাকির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।