প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ
ফকিরহাট সদর ইউপির ২নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় ২০২১-২০২২ অর্থ বছরের ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভাটি স্থান আট্টাকী হ্যালিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। উন্মুক্ত ওয়ার্ড সভার উদ্বোধন করেন ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদা দিলরুবা সুলতানা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফকিরহাট।
ওয়ার্ড ইউপি সদস্য শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মোয়াজ্জেম হুসাইন এর সঞ্চালনায় ওই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ শওকত হোসেন,ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান,মহিউদ্দিন মফি,শেখ মোশারেফ হোসেন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সাথী বেগম,লিমা বেগম, সহ ২নং ওয়ার্ডের পুরুষ মহিলা নির্বিশেষে সকল শ্রেনীপেশার সর্বস্তরের অনধিক শ'খানেক মানুষ। সভায় উপস্থিত ওয়ার্ডবাসী তাদের সুবিধা-অসুবিধা তথা তাদের চাহিদার কথা তুলে ধরেন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত