প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
ফকিরহাট সদর ইউপিতে টিসিবি পণ্য বিতরণ
ফকিরহাট উপজেলার ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল শনিবার সকাল দশটায় পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন সদর ইউপির নয়টি ওয়ার্ডের মোট ১৫১২ জনের হাতে টিসিবির পন্য তুলে দেয়া হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহি কর্মকর্তা সানজিদা বেগম, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু, সচিব মোঃ মোয়াজ্জেম হুসাইন, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ফকিরহাট সদর ইউপির সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ, সকল ওয়ার্ড সদস্য, ডিলার ও টিসিবি কার্ডধারীরা এ সময় উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত