ফকিরহাট বিশ্বরোড মোড়ে পরিবহন ও মাটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত-২

খুলনা মাওয়া মহাসড়কে  গ্রীন লাইন পরিবহনের সাথে সংঘর্ষে মাটরবাইকে থাকা স্বামী স্ত্রী গুরুতর আহত হয়েছে।  
হাসপাতাল সূত্রে জানা যায় ২ রা অক্টোবর সকাল ১০টার দিকে মোল্লাহাট থেকে ছেড়ে আসা গ্রীন লাইন(ঢাকা মেট্রো ব -১৪ -০৬৮৪) পরিবহন ফকিরহাট বিশ্বরোড মোড়ে  ডিসকভার (বাগেরহাট হ ১১ ৮৮ ৯৮)মোটরবাইকটিকে চাপা দেয়। 
স্থানীয়রা  আহত ব্যক্তিদের দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়- মটরবাইক চালক বাগেরহাট সদরের কোমরপুর এলাকার  মৃত রবিনদ্রনাথ আর্চযের পুত্র সুশিল আর্চয(৫৫) এবং তার সাথে থাকা স্ত্রী লক্ষী আর্চয (৪৫)কে গুরুত্বর হয়েছে তারা এই মুহুর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *