প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২১, ১১:২১ অপরাহ্ণ
ফকিরহাট বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করলেন ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু

ফকিরহাট সদর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।
১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তিনি পুজা মন্দিরগুলোতে আর্থিক অনুদানও প্রদান করেন। স্থানীয় আওয়ামীলীগ ও তার বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এদিন শিরীনা আক্তার কিসলুর সংগে ছিলেন। ফকিরহাট সদর ইউপির বিভিন্ন ওয়ার্ড থেকে আলাদা আলাদাভাবে ওই বহরে শামিল হয় বিভিন্ন শ্রেনীপেশার বহু মানুষ।
এদিন দুপুর দুইটার দিকে চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু একা সর্বপ্রথম ফকিরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে উপস্থিত হন। এরপর আস্তে আস্তে একে একে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ফকিরহাটের বিভিন্ন এলাকা থেকে মোটরবাইকে করে আওয়ামীলীগ ও তার অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা এসে জড়ো হতে থাকেন।
এসময় উপস্থিত হন সেখানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান বাবু, যুবলীগ নেতা সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম সহ অনেকেই।
আলাদা মোটরবাইক বহর নিয়ে যুক্ত হন সদরের বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড সদস্যরা। এ সময় উপস্থিতদের পদচারণায় ফকিরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়,খান জাহিদ হাসান চত্বর,রেনু মার্কেট ও ডাকবাংলো মোড় এলাকা কানায় কানায় পুর্ন হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ার প্রেক্ষাপটে চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু অপেক্ষা না করে তড়িঘড়ি উপস্থিতদের নিয়ে বিভিন্ন মন্ডপ পরিদর্শনে বেরিয়ে পড়েন।
কয়েকশ' মোটরসাইকেলের বিশাল একটি বহর এসময় তার সাথে চলতে শুরু করে। শিরীনা আক্তার কিসলু একে একে সদর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে যান আর্থিক অনুদান প্রদান করেন। সন্ধ্যার দিকে সবশেষ তিনি ফকিরহাট কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এসে উপস্থিত হন এবং অনুদানের অর্থ প্রদান করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত