ফকিরহাট প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


ফকিরহাট প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি কাজী ইয়াছিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ফকিরহাট কারামতিয়া হেফযখানার হাফেজ মোঃ ইয়াছিন আরাফাত। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান, আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে সকলকে তাবারক বিতরণ করা হয়।