প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ৮:০৪ অপরাহ্ণ
ফকিরহাট পুরাতন বাজারে আবারো চুরির ঘটনা ঘটেছে

ফকিরহাট সদর বাজারে নৈশ প্রহরী থাকা সত্তেও কোনভাবে যেন চুরি বন্দ হচ্ছেনা। একের পর এক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা লেগেই চলেছে। যে কারনে বর্তমানে বাজারের দোকানদার ও ব্যবসায়ী মহল রয়েছে আতংকগ্রস্থ। বাজারের কয়েকজন দোকানদার ও ব্যবসায়ীরা জানায়, বুধবার (৯জুন) দিবাগত গভীর রাতের কোন এক সময় চোর চক্রটি বাজারের সজিব স্টোর নামের একটি মুদি দোকানের টিনের চাল কেটে
দোকানের ভেতর প্রবেশ করে নগদ আড়াই লক্ষ টাকা ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দোকান মালিক মো: সজিবুর রহমান জানান। উল্লেখ্য, শেখ বাসারাত আলীর সততা স্টোরে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাশবাক্সের তালা ভেঙ্গে অর্ধলক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া অত্র বাজারে নৈশপ্রহরী থাকা সত্তেও দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত