প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ
ফকিরহাট ট্যাংকলরির ধাক্কায় মটরসাইকেল চালক নিহত
ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ট্যাংকলরির ধাক্কায় মটরসাইকেল চালক সুজন
বিশ্বাস (৩৭) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী
এলাকা থেকে মটরসাইকেল চালক সুজয় বিশ্বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক
থেকে আসা একটি ট্যাংকলরির সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন মাটরসাইকেল চালক।
কাটাখালী হাইওয়ে পুলিশ তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে
কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। সুজন বিশ্বাস খুলনার দিঘলিয়া উপজেলার
আমবাড়িয়া গ্রামের অনুকুল বিশ্বাসের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি বলেন ঘাতট ট্যাংকলরি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত