ফকিরহাট কারামতিয়া হেফজখানায় কমিটি গঠন ও জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত


ফকিরহাট কারামতিয়া হেফজখানায় ২জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কমিটির সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির প্রস্তাব করা হয়।
আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আ,ন,ম ইউনুচ আলীকে প্রধান উপদেষ্টা,ফকিরহাট সদরের সাবেক ইউপি সদস্য শেখ ছরোয়ার হোসেনকে সভাপতি, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসানকে সাধারন সম্পাদক, খান শফিকুল ইসলাম লালটুকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।
এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।