প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ
ফকিরহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ মার্চ বেলা ১১টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,উপজেলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ মোঃ খাইরুল আনাম,
ইউপি চেয়ারম্যান যথাঃ মোঃ রেজাউল করিম ফকির,ফারুকুল ইসলাম, হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ সেলিম রেজা, আমিনুর রশিদ মুক্তি,ফকিরহাট প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
সভায় উপজেলার সকল ইউনিয়নে
সরকারি রাস্তার পাশে ঘের বা পুকুর খনন করতে হলে সরকারি বিধি মোতাবেক রাস্তার সোল্ডারের জায়গা রেখে অন্তত ১০ ফুট জায়গা মাটি রাখার বিষয়ে আলোচনা করা হয়। এবং বালি উত্তলোন বন্ধ সহ থ্রী হুইলার বা মাটরবাইকে সাদা লাইট ব্যবহার বন্ধ করতে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ করা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত