ফকিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মামলা, আসামী মিন্টু আটক

ফকিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মামলা, আসামী মিন্টু আটক
ফকিরহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধ কর্তৃক। বুধবার সকালে উপজেলার পিলজংগ গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে  ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।(মামলা নং -০৩, ০২/০৬/২০২১ইং)  । ফকিরহাট থানার ওসির নেতৃত্বে  ২৪ ঘন্টার মধ্যে  দাকোপ থেকে মামলার প্রধান আসামী মিন্টুকে আটক করেছে পুলিশের একটি দল। আটক কৃত মিন্টু শেখ ( ৬০)  ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের বাসিন্দা। 
মামলা সুত্রে প্রকাশ, ফকিরহাটের পিলজংগ গ্রামে এদিন সকাল ৮টা ৩০ মিনিটের  দিকে শিশুটি তার দাদার সাথে বাড়ীর পাশে অবস্থিত পানের বরজে যায়।কিছুক্ষণ বাদে সে একা একা বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথি মধ্যে মিন্টু শেখ (৬০) নামের এক বৃদ্ধ পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ওই এলাকার পবিত্র দাশ ওরফে ধুনার বাশ বাগানে নিয়ে ধর্ষনে লিপ্ত হয়।এ সময় শিশুটির আর্তচিৎকার এলাকাবাসী ছুটে আসলে আসামী মিন্টু দৌড়ে পালায়।এরপর শিশুটি বাড়ী ফিরে সব ঘটনা তার মাকে বলার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। 
ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি এখন  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ  মো. খায়রুল আনাম জানান,  শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। আসামী মিন্টুকে  আটক করতে সক্ষম হয়েছি।  আসামী এর আগেও একাধিক অপকর্মের সাথে জড়িত ছিল বলে তার পরিবারের মাধ্যমে জানতে পারি। আসামী মিন্টুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *