প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ
ফকিরহাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও মাদককারবারি সহ গ্রেফতার -২

ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ২২ অক্টোবর পৃথক ঘটনায় ২জন আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
ফকিরহাট মডেল থানার এ এস আই আব্দুল্লাহ আল মামুন এ এস আই মফিজুর রহমান সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদরে ইউনিয়নের পাগলাশ্যামনগর (পালেরহাট) এলাকা থেকে আকিজ শিকদারের পুত্র আল আমিন সিকদার(২৫)কে গ্রেফতার করে। পুলিশ জানায় আল আমিন শিকদার একটি মামলার ৫ বছর সাজাপ্রাপ্ত আসামী।
অপরদিকে এস আই আশিক এর নেতৃত্বে এস আই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট সদরের সাতশিকা গ্রামের আঃ জলিল শেখ এর পুত্র শোয়াইব হোসেন সজিব(২২)কে ৬৫ গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ আলীমুজ্জামান জানান- ফকিরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযান
অব্যাহত থাকবে । এবং মাদক ও জুয়া বন্ধে থানা পুলিশের একটি টিম সব সময় এ উপজেলায় কাজ করছে বলে জানান।#
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত