প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
ফকিরহাটে ৪০পিচ ইয়াবাসহ ২ যুবক আটক
ফকিরহাটে ৪০ পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। ২৪ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার আট্টাকী গ্রাম থেকে তাদের আটক করা হয়।ফকিরহাট মডেল থানা আটকের বিষয়টি নিশ্চিত করেছে। থানা সুত্রে প্রকাশ, বুধবার রাত ৩টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ ওমর আলী বখতিয়ার তার সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মেসার্স রনি ষ্টোরের সামনে থেকে আট্টাকী গ্রামের মৃত সন্তোষ ঘোষের পুত্র সুরজিৎ ঘোষ(৩৯) ও বালিয়াডাংগা গ্রামের মৃত আক্কাস খানের পুত্র মোঃ মারুফ খানকে(৩৬) আটক করেন। আটক ওই দুই যুবকের কাছ থেকে এ সময় ২০পিচ করে মোট ৪০পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত