প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হয়েছে। গত সোমবার ২৩ আগষ্ট রাত ৮ টার দিকে উপজেলার শ্যামবাগাত মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। ফকিরহাট মডেল থানার পুলিশ ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, রাত ৮টার দিকে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত নামক স্থান গরু বহনকারী একটি কাটা টেম্পুর সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। আহত একজনকে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহত ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ওই যুবকের নাম লোকমান (২৫) এবং তার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামে। লোকমানের পিতার নাম লিয়াকত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত