ফকিরহাটে স্বামীর অত্যাচার সহ্য করতে  না পেরে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর
ফকিরহাটে স্বামীর অতাচার সহ্য করতে না পেরে রাসেদা বেগম (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে ফকিরহাট সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের স্ত্রী।
ওই গৃহবধুর স্বামীর পরিবার জানায়, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সকলের অজান্তে রাসেদা বেগম ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হলেও সেখানে মৃতের পরিবারের কাউকে পায়নি বলে জানা  গেছে।
ঘটনার পর থেকে স্বামী হাফিজুর রহমান পালিয়ে রয়েছে। এদিকে, স্থানীয়রা জানায়, রাসেদা বেগমকে তার স্বামী বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন সকালেও তাকে শারিরীক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে নির্যাতনে মারা যাওয়ার পর ঘটনা অন্য খাতে প্রবাহিত করার জন্য ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার করা হচ্ছে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অপরদিকে, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: তারিফ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
এর পূর্বে তাকে মারপিট করা হয়েছে এমন নমূনা পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত শেষে তার প্রতিবেদন আসার পর জানা যাবে তার মৃত্যু রহস্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *