ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যাক্ত করায় রিক্সা চালকে ৬মাসের কারাদন্ড


ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইট কুমড়া গ্রামে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে উত্ত্যাক্ত করার অপরাধে মোহম্মদ আলী বিশ্বাস (৫০) নামের এক রিক্সা চালককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মে) সকাল ৯টার দিকে ওই স্কুল ছাত্রীকে উত্তাক্ত করায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃত মোহম্মদ আলী বিশ্বাস খুলনা জেলার ফুলতলার বরনপাড়া কলতলা এলাকার মৃত লতিফ বিশ্বাসের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে এক আত্মীয় বাড়ীতে বসবাস করে আসছে।