ফকিরহাটে সত্য তথ্য তুলে ধরায় ৩য় বিয়েতে বিপত্তি মহিলাকে মারপিট-মুখে কীটনাশক ঢালার অভিযোগ


ফকিরহাটের পল্লীতে সত্য তথ্য তুলে ধরায় মনোয়ারা বেগম নামের এক মহিলাকে বেদম মারপিটে অচেতন করার পর মুখে কীটনাশক ঢেলে মৃত্যু নিশ্চিত চেষ্টার খবর মিলেছে। জঘন্যতম এ ঘটনাটি ঘটেছে গত ১৪ আগষ্ট ২০২১ ইং তারিখ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে। এ বিষয়ে তিনজনের নাম উল্লেখ করে আহত ওই মহিলার পুত্র ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
অভিযোগ সুত্রে প্রকাশ, পাগলা শ্যামনগর গ্রামের সুজন সরদার (২৫) নামের এক যুবক বিবাহ করার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় মেয়ে দেখাদেখি চালিয়ে যাচ্ছেন।এর মধ্যে একটি মেয়ে পক্ষ হইতে সুজন সরদার সম্পর্কে খোঁজ খবর জানতে তারা মনোয়ারা বেগমের কাছে আসে।মনোয়ারা বেগম তাদের জানিয়ে দেয়, সুজন এর আগে দুটো বিয়ে করেছে।
এমন সত্য তথ্যে বিয়ে ভেঙে গেলে সুজন ও তার পিতা ফজলু(৫৫) সরদার ও মাতা হালিমা(৪৫) বেগম মিলে উল্লেখিত দিন ও সময়ে মনোয়ারা বেগমকে তার বাড়ীতে এসে বেদম মারপিট পূর্বক তার গালে কীটনাশক ঢেলে দেয়া হয়।
মনোয়ারা বেগমের পুত্র শেখ শরীফুল ইসলাম বলেন, আমার মা এখন খুলনা মেডিকেলে ভর্তি আছে। তার অবস্থা ভালো না।ফকিরহাট হাসপাতাল কতৃপক্ষ তাকে খুলনা মেডিকেলে পাঠিয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।