প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ
ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাট জেলার ফকিরহাটে ১০দলীয় ৫ম শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে মুনসুর স্মৃতি সংসদকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে ২য় দল হিসেবে ফাইনালে উঠেছে আট্টাকী যুব সংঘ-ফকিরহাট। আগামী ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। যেখানে এসবি আলী ফুটবল একাডেমির মুখোমুখি হবে আট্টাকী যুব সংঘ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আট্টাকী যুব সংঘের নাহিয়ান।
ফকিরহাট উপজেলা পরিষদ ও ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আট্টাকা স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে
মাঠের খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন আঃ রহমান। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন জসিম উদ্দিন ও মিরাজ সর্দার।
নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার পর সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলাটির নিষ্পত্তি হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত