ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

ফকিরহাটে ১০দলীয় ৫ম শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদ ও ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আট্টাকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৩ নভেম্বর শনিবার বিকাল ৩টায় টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে অগ্রনী ক্লাব ফকিরহাট ও মুসলিম স্পোর্টিং  ক্লাব বাগেরহাট।

খেলায় বাগেরহাট মুসলিম ক্লাব অগ্রনী ক্লাব ফকিরহাটকে ১-০ গোলে পরাজিত করে।

আজকের উদ্বোধনী খেলায় বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এর একান্ত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম,বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান,ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, এমডি সেলিম রেজা,মোড়ল জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ মুক্তি,ক্রীড়াবিদ মোঃ সাইফুল বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারী পলাশ সেন,সহকারি রেফারী শেখ মাসুম বিল্লাহ,মামুন,মিরাজ সহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *