ফকিরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত


ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় আগামী ২১ ফেব্রুয়ারী-২০২২ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
সভায় ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার, উপজেলা কৃষি অফিসার মোঃ নাসরুল মিল্লাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, ফকিরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।