ফকিরহাটে লকডাউন অমান্য  করায় ১৯জনকে জরিমানা

ফকিরহাটে কঠোর লকডাউনের মধ্যেও সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা রাখা, যানবাহন চলাচল এবং কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত মোট ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলা এবং তাদের নিকট হতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া বিনতী কাশেম ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলা দায়ের ও জরিমানা আদায় করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ ইস্ট বেংগল ২৮ পদাতিক ব্রিগেড শেখ হাসিনা সেনানিবাস বরিশাল এর কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আশিক এর নের্তৃত্বে সেনা সদস্যরা আদালতকে

সহযোগীতা করেন। এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বেশ কিছু অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। ফকিরহাট সদর বাজার ও কাটাখালী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *