ফকিরহাটে যাবজ্জীবনসহ ৮ মামলার পলাতক আসামী আটক
ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ ৮টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. আজিম ওরফে আজিম মেম্বার (৫৫) কে আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফকিরহাট মডেল থানার এস আই রফিকুল ইসলাম ও এএসআই আল মামুন সহ পুলিশের একটি দল যশোর জেলার শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে একটি বাড়ি থেকে আটক করে। আটককৃত মো. আজিম ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মৃত আ. জব্বারের ছেলে।
একই অভিযান ওই বাড়ি থেকে দুইটি মাদক মামলার পলাতক আসামী মুর্শিদা বেগম (৪০) ক আটক করে। আটককৃত মুর্শিদা বেগম উপজেলার শ্যামবাগাত গ্রামের মৃত সিরাজুল ইসলামের কন্যা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, আটককৃত মো. আজিম একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৮টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া মুর্শিদা বেগম দুইটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। একই বাড়ি থেকে তাদের দুইজনকে আটক হয়েছে।