ফকিরহাটে মীনা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর)
বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে অডিটোরিয়াম এসে শেষ হয়।
পরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা আশীষ কুমার নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা বিথি
রানী সরকার।
এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস, সরোজ কুমার রায়, মো.
অহিদুজ্জামান, উপজেলা ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, আট্টাকা সরকারি মডেল
প্রাথমিক বিদ্যালয়েরএসএমসির সভাপতি ফকির কওসার আলী সহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা
হয়।#