ফকিরহাটে মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর এলাকায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. মোস্তফা মোল্লা (১৮) নামে এক যুবক মারা গেছেন।
নিহত যুবক বাগেরহাটের কচুয়ার বিলকুল কাঠালতলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৬ অক্টোবর) বিকেলে মামাবাড়ির পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যান। মামাবাড়ির পরিবারের লোকজন তাকে ফিরে আসতে দেরী দেখে পুকুর যান। সেখানে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন।
মৃতের স্বজনরা জানান, ওই যুবক সাঁতার জানতেন না। তিনি সোমবার সকালে বাড়ি থেকে ফকিরহাট উপজেলার বেতাগার চাতকপুর গ্রামে মামা রুহুল মোল্লার বাড়ি বেড়াতে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *