ফকিরহাটে মাদকসহ গ্রেফতার -৫

ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পৃথক স্থান থেকে মাদক সহ

৫জন মাদককারবারীকে আটক করেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে পিলজংগ ও টাউন-নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে

পাগলা-শ্যামনগর আবুল হোসেনের ছেলে ও একটি মাদ্রাসার নৈশপ্রহরী শেখ রাজু (২৫) ও মো.

নজরুল ইসলামের ছেলে শেখ ইয়াসিন (২২) কে গাজাসহ আটক করেছে। এছাড়া গাজা সহ

আটক হয়েছে জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের ইলিয়াছ শেখের ছেলে সাব্বির শেখ (২৫),

অপরদিকে, টাউন-নওয়াপাড়া এলাকার মো. মিরাজুল ইসলামের ছেলে মো. তানভীর হোসেন (২০) ও

লখপুর গ্রামের হারুন শেখের ছেলে তানজির শেখ (১৯) কে আটক করেছে। এসময়তাদের কাছ

থেকে গাজাউদ্ধার করেছে পুলিশ।

পৃথক অভিযানে গাজা সহ ৫জন মাদককারবারীকে আটকের বিষিয়টি নিশ্চিত করেছে ফকিরহাট

মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম। এ ব্যাপারে মডেল থানায়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে বলে তিনি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *