ফকিরহাটে মাদকদ্রব্যসহ দুই কারবারী আটক

ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযোনে মাদকদ্রব্যসহ দুই মাদককারবারিকে আটক করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সৈয়দ মহল্লা এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু কাজী (৩৪)
নামের এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২১পিচ ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করে। আটককৃত বাচ্চু কাজী সৈয়দ মহল্লা গ্রামের মৃত ওয়াদুল কাজীর ছেলে।
অপরদিকে একই রাতে পাগলা-দেয়াপাড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযোনে মো. হামিম (২০) কে
আটক করে। এসময় তার কাছে থেকে ৫৫গ্রাম গাজা উদ্ধার করে। সে ওই এলাকার মো.
মনিরুজ্জামালের ছেলে।
উভয় মাদকসহ আটকের ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি
মামলা হয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু আলীমুজ্জামান মাদকসহ আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *