ফকিরহাটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্দে  হাইওয়ে থানা পুলিশের অভিযান শুরু

ফকিরহাটে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অভিযানে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে থ্রি-হুইলার বিরোধী অভিযানে গত এক মাসে ১৭৫টি মামলায় ৪লাখ ৩৭হাজার ৫ শত টাকা জরিমানা আদায় হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার সকালে কাটাখালী বাস স্ট্যান্ডে এলাকায় অভিযান পরিচালনা কালে কাটাখালী হাইওয়ে থানার ওসি আলী আহম্মেদ জানান, উচ্চ আদালতের নির্দেশে এই থানার আওতাধীন সকল মহাসড়কে চলাচল কারি থ্রি-হুইলার বন্ধ করতে অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কের কিছু কিছু জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা থ্রি-হুইলার স্ট্যান্ড তুলে দেওয়া হয়েছে।
 মহাসড়কে  থ্রি-হুইলার জাতিয় যানবাহ  চলাচল করতে না পারে তার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে  স্থানীয়দের সহযোগীতা পেয়েছি আমরা। এদিকে টাউন নওয়াপাড়া এলাকার থ্রি-হুইলার চালক সোহেল জানান, আমি মাহেন্দ্রা (থ্রি-হুইলার)চালাই, গত ৪দিন আগে আমার গাড়িটি মামলা দিয়ে আটকে রাখে। ২৫শ টাকা দিয়ে মামালা ভাঙ্গিয়ে গাড়িটি ছাড়িয়ে এনেছি। সড়কে উঠা নিষেধ হওয়ায় আমার উপার্জন বন্ধ হয়েছে। ঘরে থাকা শিশু সন্তানের  স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।  ভুক্তভোগীরা জানান মহাসড়কে পাশে সাধারন বাহন চলাচলের জন্য বাইপাস সড়কের একান্ত প্রয়োজন। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *