ফকিরহাটে মটরবাইকের সাথে সাইকেলের সংঘর্ষে শ্রমিক নিহত


ফকিরহাটে মটরবাইকের সাথে বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল আরোহী আশিক শেখ (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায় ।
চুলকাঠির ঘনশ্যামপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আশিক শেখ মঙ্গলবার (১৬জুন) রাত ১০টার দিকে বাইসাইকেলযোগে বাড়ী থেকে তার কর্মস্থল কাটাখালী টাইস কোম্পানীতে যাচ্ছিলেন। খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী সংলগ্ন এলাকার জয় জুট মিলের নিকট পৌছালে বিপরীতদিক দিয়েআসা একটি মটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সে নিহত হয়।