ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা ও জরিমানা


ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড ও দুটি বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জীর নেতৃত্বে একটি দল উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ দুই মাদক সেবীকে আটক করে। পরে ঘটনার সত্যতা যাচাই বাছাই শেষে তাদের দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। আটককৃত দুজন হল ছোট বাহিরদিয়া গ্রামের মো: আলম শেখ (৪০) ও একই গ্রামের মো: জাহিদ শেখ (৩৪)। অপরদিকে এদিন বেলা ১১টায় আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থকর পরিবেশে পণ্য তৈরী ও বিক্রির অপরাধে মা বেকারীকে ৫হাজার, মায়ের দোয়া বেকারীকে ১০হাজার ও স্বাস্থ্যবিধি না মানায় একজনকে দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।