ফকিরহাটে ব্যবসায়ীকে হুমকির : থানায় জিডি

 বাগেরহাটের ফকিরহাটে বাহিদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের শেখ নুরইসলামের ছেলে মাহমুদ হাসান একজন ব্যবসায়ী তার পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জীবননাশের হুমকিতে জীবনে নিরাপত্তা চেয়ে ফকিরহাট মডেল থানায় জিডি করেন ভুক্তভোগী মাহমুদ হাসান।

জানা গেছে গত ৭ মার্চ ফকিরহাট ডাকবাংলা মোড় সংলগ্ন মডেল মসজিদের সামনে সদর ইউনিয়নের ব্রাহ্মণরাখদিয়ার আব্দুল জলিল শেখ এর ছেলে মোঃ কামরুজ্জামন সুজন আত্মীয় সুবাদে ব্যবসায়িক প্রয়োজনে ছয় মাসের ভিতর ফেরত দিবে মর্মে ডকুমেন্ট এর মাধ্যমে ৪ লাখ টাকা ধার নেন। ছয় মাস অতিবাহিত হলেও টাকা চাইলে দিচ্ছি দিবানি ঘুরাইতে থাকে।

জিডি উল্লেখিত অভিযোগে ভুক্তভোগী মাহমুদ হসান জানান, প্রকাশ্যে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে তুই কোন টাকা পাবি না তোর কোন টাকা দেওয়া হবে না পুনরায় টাকা চাইলে মেরে ফেলা সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ধামকি প্রদান করে স্থান ত্যাগ করেন কামরুজ্জামান সুজন (৪৫) বারাসিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শেখ মনি (৪৮), সাতবাড়িয়া গ্রামের মৃত হেকমত মোড়লের ছেলে নয়ন মোড়ল (২৬), ব্রাহ্মণরাখদিয়া গ্রামের বাইটুর ছেলে মোহর আলী (৩৮) নামের ভাড়াটিয়া গুন্ডা আমি এর সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছি। বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম বলেন, আমাদের থানায় ব্যবসায়ী মাহামুদ হাসান জিবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন জিডি নং ৭৮৮ বিষয়’টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *