ফকিরহাটে  বেড়াতে এসে পুকুরের  পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বেড়াতে
ফকিরহাটে টাউন নওয়াপাড়া নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণীর ছাত্র মো: ইয়ামিন শেখ (১৫) মারা গেছে।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে নানা সিদ্দিকুর রহমানের বাড়ীর পাশে একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানার ফলে  পানিতে ডুবে যায়। তাকে খুজে না পেয়ে স্থানীয়রা জাল টেনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ইয়ামিন শেখ খুলনার দৌলতপুরের কবির বটতলা এলাকার মোহম্মদ আলী শেখের ছেলে। ঈদের দিন বিকালে সে তার মায়ের সাথে নানাবাড়ী টাউন নওয়াপাড়া বেড়াতে আসে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *