ফকিরহাটে বুকে বাঁশ ঢুকে ভ্যানচালকের মৃত্যু
ফকিরহাটে বুকে বাঁশ ঢুকে এক ভ্যান চালকের করুন মৃত্যু হয়েছে। সোমবার ৩০মে দুপুর ১২টার দিকে উপজেলার মুলঘর এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ওই করুন মৃত্যুর ঘটনাটি ঘটে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ওই দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১২টার সময় উপজেলার মুলঘর গ্রামের কদম আলী হাওলাদারের পুত্র ভ্যনচালক আঃ রহিম হাওলাদার (৬০) ওরফে ভদ্দের তার নিজ ভ্যান নিয়ে ফলতিতা বাজারের দিকে যাওয়ার সময় রাস্তার উপর আরেকটি ভ্যানে রাখা বাঁশে আঘাতপ্রাপ্ত হয়। বাঁশটি তার বুকের ঠিক মাঝখানে ঢুকে যায়। এ সময় সড়কে জড়ো হওয়া উপস্থিত লোকজন ভ্যানচালক রহিমকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ জানিয়েছে,ওটিতে নেবার আগেই ভ্যানচালক রহিম মারা যায়।
ফকিরহাট মডেল থানা ও হাইওয়ে পুলিশ বুকে বাশ ঢুকে ভ্যানচালক মৃত্যুর বিষয়টি অবগত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রহিমের লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিলো।