প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর পরিদর্শন
ফকিরহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং
অর্থায়নে স্থাপিত ‘সততা স্টোর’ পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশননের বাগেরহাট জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে এসময় তার সাথে ছিলেন ফকিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতি শেখ আব্দুস ছালাম ও সাধারন সম্পাদক খান আল মুস্তাসীম বিল্লাহ সজলসহ অন্যরা।
সয়শ্লিষ্ট সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে সততার ব্যবহারিক চর্চার বিকাশ ঘটাতে দুর্নীতি
দমন কমিশন-২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন বিদ্যালয়ে সততা স্টোর গঠনের উদ্যোগ নেয়। ফকিরহাটে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সততা ষ্টোর নিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে উৎসাহ
উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা ষ্টোর থেকে জিনিস ক্রয়ের অভিজ্ঞতা লাভের জন্য লাইন করে ষ্টোরে প্রবেশ
করেন। সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং
খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। যেখানে নেই কোনো দোকানি, নেই নজরদারি ক্যামেরা। জিনিসপত্রের
গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোনো শিক্ষাসামগ্রী নিয়ে
নির্ধারিত বাক্সে শিক্ষার্থীরা টাকা রাখছেন। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ
করতে অভ্যস্ত হবে।
ফকিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোর পরিদর্শন শেষে দুর্নীতি দমন কমিশন, জেলা
কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, মূলত শিক্ষার্থীদের মাঝে সততা
চর্চার উদ্দেশ্যেই দুর্নীতি দমন কমিশনের সততা স্টোর গঠনের উদ্যোগ। এটিকে সততার ব্যবহারিক
শ্রেণি কক্ষ বলা যেতে পারে যার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীরা আগামীতে সক্রিয়
ভূমিকা পালন করবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত