প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ফকিরহাটের প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের (জেলে) বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে ছাগল পালনের ঘরসহ ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ফকিরহাটের ৪ ইউনিয়নের ২০জন কার্ডধারি জেলেকে ছাগল পালন করার জন্য ২০টি ঘর ও প্রত্যেককে ২টি করে মোট ৪০টি ছাগল প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, উপসহকারী প্রকৌশলী মো. হাসিবুর রহমান, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহকারী মো. আলমগীর হোসেন ও শেখ ছাব্বির আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।