প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
ফকিরহাটে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট আট্টাকী মেগনিশতলা নামক স্থানে বাসের
ধাক্কায় মটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৩০) নিহত হয়েছে। এসময় সাথে
থাকা অপর মটরসাইকেল আরোহী মিলন শেখ (৩২) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (০৮ জুলাই) বিকেল ৫টাার দিকে খুলনা থেকে ছেড়ে
আসা অজ্ঞাত একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক
থেকে আসা দুই মটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে আবুল কালাম আজদ
ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত মিলন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
খবর পেয়ে হাইয়য়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি
চালক পালিয়ে গেছে।
নিহত আবুল কালাম আজাদ গোপালগঞ্জ এলাকার মুনসুর শেখের ছেলে। হতাহতরা
গোপালগঞ্জ থেকে মটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত