ফকিরহাটে প্রিন্স কফি এন্ড ফুসকা হাউস উদ্বোধন 

ফকিরহাটে প্রিন্স কফি এন্ড ফুসকা হাউস উদ্বোধিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফকিরহাট বিশ্বরোড মোড়ে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। এদিন সকালে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনীতে দোয়া মোনাজাতের পর ফিতা কেটে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করেন প্রিন্স কফি এন্ড ফুসকা হাউসের স্বত্বাধিকারী মাসুদ ও রানা। এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ ইমরুল হাসান ও তার সংগীরা, আমন্ত্রিত অন্যান্যরা উপস্থিত ছিলেন। আড়ম্বরপূর্ণ এ উদ্বোধনীতে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, শেখ সৈয়দ আলী, এহতেশাম অনুজ, হাফিজুর রহমান সহ ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রিন্স কফি এন্ড ফুসকা হাউসের পরিচালক মাসুদ ও রানা বলেন, এখানে প্রায় সব ধরনের উন্নত মানের ফাস্টফুড পাওয়া যাবে। মান ও সেবা হবে অবশ্যই উন্নত এবং আধুনিক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *