ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত-১

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সিংগাতি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে ফুটবল প্রতিকের সমর্থক শেখ জাহাঙ্গীর হোসেন(৫০)  প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুত্বর আহত হয়েছে। ভুক্তভুগীর পরিবার জানায় বুধবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিংগাতি মোড়ে আক্তারের চায়ের দোকানে বসা  ছিল শেখ জাহাঙ্গীর হোসেন  পেছন থেকে ৪ থেকে ৫ জন  ব্যক্তিরা  দেশী অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় ।
স্থানীয়রা জখম অবস্থা  আহত ব্যক্তিকে দ্রত ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 
খবর পেয়ে  ইউপি সদস্য শেখ মিজানুর রহমান হাসপাতালে ছুটে যান  এবং আহত শেখ জাহাঙ্গীর হোসেনের সার্বিক বিষয়ে খোজ খবর নেন। এবং তিনি সদর  ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুকে উক্ত ঘটনার বিষয়ে অবগত করেন। তিনি আরো জানান হামলার ঘটনায় জরিত মিজান শেখ ও শাহ আলম এর নাম জানা গেছে অন্য ৩ জনকে চেনা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *