ফকিরহাটে পুকুরে বিষ প্রয়োগ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি 

ফকিরহাটের পল্লীতে মাছ চাষে ব্যবহৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। মংগলবার ২৬ অক্টোবর উপজেলার নলধা গ্রামে রাতের আধারে বিষ প্রয়োগের ওই ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী পুকুর মালিক জানিয়েছে।
 
এতে  ওই মৎস্য চাষীর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 
নলধা-মৌভোগ ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান, নলধা গ্রামের বাসিন্দা প্রবীণ কাজি আবুল কাসেম জানিয়েছেন, বুধবার দুপুরের দিকে সর্বপ্রথম পুকুরটিতে মরা মাছ ভেসে ওঠে।এরপর গেলো চব্বিশ ঘণ্টা ধরে লোকজন সাথে নিয়ে রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন ধরনের মরা মাছ পুকুর থেকে তুলে ফেলা হয়েছে। মরা মাছ এখনো ভাসছে।
 বৃহস্পতিবার সকালে বিষয়টি ফকিরহাট মডেল থানায় অবহিত করার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফকিরহাট ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রায়ই পুকুর ও ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে থাকে। এতে করে একদিকে যেমন আর্থিক ক্ষতিতে সর্বশান্ত হচ্ছে মৎস্যচাষী,তেমনি উৎপাদিত মৎস্য সম্পদও হচ্ছে বিনষ্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *