ফকিরহাটে পিলজংগ ইউপির ২নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলার ৩ নং পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩ ফেব্রুয়ারী বিকাল চারটায় ২০২১-২০২২ অর্থ বছরের ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভাটি স্থানীয় বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। উন্মুক্ত ওয়ার্ড সভার উদ্বোধন করেন ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাইফুল হাওলাদার এর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য মল্লিক আবুল কালাম আজাদ।
বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, প্রভাষক অন্জন কুমার দে, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যগন, পিলজংগ ইউনিয়ন পরিষদের অন্যান্য ওয়ার্ড সদস্য সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ২নং ওয়ার্ডের পুরুষ মহিলা নির্বিশেষে সকল শ্রেনীপেশার সর্বস্তরের অনধিক শ’খানেক মানুষ ওই সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ওয়ার্ডবাসী তাদের সুবিধা-অসুবিধা তথা তাদের চাহিদার কথা তুলে ধরেন।