ফকিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা


ফকিরহাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে
মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার (২৫ মে) রাতে ওই ছাত্রীর পিতা নিজ
বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি
মামলা করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে জানান,
উপজেলা পিলজংগ এলাকায় গত ২৩ মে গভীর রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি সুকৌশলে
ঘরের দরজা ভেঙ্গে ওই ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে বাড়ীর পাশে একটি
বাগানে যায়। এরপর মেয়েটির ঘুম ভেঙ্গে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে জোর
পূর্বক ধর্ষণ করে।
এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে তার বাড়ীর কাছে ফেলে রেখে যায়। পরিবারের
লোকজন টের পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে ভর্তি করেন। ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময় পাশের ঘরে তার পরিবারের অন্য
সদস্যরা থাকলেও তারা ঘুম থাকার ফলে কেউ টের পায়নি বলে জানান।
এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, পঞ্চম
শ্রেণির ছাত্রীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা
সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে শনাক্তসহ আটকের চেষ্টা
চলছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।