ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বণার্ঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো.রবিউল ইসলঅম শামীম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলঅ সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ মৎস্য চাষি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *