ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী পালন


ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, কাটাখালী
হাইওয়ে থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ফকিরহাট প্রেসক্লাব এবং সর্বস্তরের জনগণ।সকাল ৯ টার দিকে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা
উত্তোলন, কবুতর অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন করা হয়। পরে
সেখানে কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়। এতে মডেল থানা পুলিশ, আনসার
সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা
সানজিদা বেগম,উপজেলা সহকারি কমিশনার ভূমি বিধান কান্তি হালদার,
মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারি পুলিশ সুপার মোঃ ছয়রুদ্দিন, মডেল
থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.
অসিম কুমার সমাদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন
টিপু সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক
নেতৃবৃন্দ, শিক্ষক. শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৪টায় সারা দেশের ন্যায় একযোগে শিরীণহক পাইলট মাধ্যমিক
বিদ্যালয় মাঠে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সর্বস্তরের মানুষের সাথে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিন সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সন্ধ্যায় আট্রাকা স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।