ফকিরহাটে নগদ টাকা সহ জোরপূর্বক হ্যাচারীর মাছ নিয়ে যাওয়ার অভিযোগ


ফকিরহাটে পুর্ব শত্রুতার জের ধরে নগদ টাকা সহ হ্যাচারিতে থাকা মাছ জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ২৭ মে বৃহস্পতিবার বিকাল চারটার ওই ঘটনা উপজেলার শান্তিগঞ্জ এলাকায়।
এ ব্যাপারে ভুক্তভোগী সাতজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছে ফকিরহাট মডেল থানায়।অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ঠিকরীপাড়া নিবাসী শেখ সাইদুর রহমান পিয়াস(৩৮) এর একটি মাছের হ্যাচারী আছে শান্তিগন্জ মোড় এলাকায়।বৃহস্পতিবার বিকাল চারটার দিকে মোঃ কুদ্দুস সরদার সহ আরো কয়েকজন তার হ্যাচারিতে নেমে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার মাছের পোনা সহ অভিযোগকারীর পিতার কাছে থাকা ১৭৩৫৩৫/ টাকা জোরপূর্বক নিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।
ফকিরহাট মডেল থানা সুত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে বিষয়টি মামলায় গড়াবে। এ ব্যাপারে মোঃ কুদ্দুস সরদার বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই আর এমন কোনো ঘটনা সেখানে ঘটেছে কি-না তা আমার জানা নেই।