ফকিরহাটে ধারালো অস্ত্র দিয়ে বড় কুপিয়ে জখম করেছে ছোট ভাইকে
ফকিরহাটে সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের আব্দুল হাই এর সেজো ছেলে মো: ইনামুল তার আপন ছোট ভাই আব্দুল কাইয়ুম (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি বুধবার (৫ মে) বিকেলে পাগলা শ্যামনগর গ্রামে ঘটেছে।
স্থানীয়রা জানায় পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় আব্দুল কাইয়ুমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে ফকিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্তান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিস্তারিত তাৎক্ষনিক জানা যায়নি।