প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২২, ১০:০১ অপরাহ্ণ
ফকিরহাটে দুটি স্থানে পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় ২জন গুরুত্ব আহত
ফকিরহাটে দুটি স্থানে পৃথক পৃথক ঘটনায় মূলঘরের বিধান মন্ডল (২৯) ও দেয়াপাড়ার আল-
আমিন ফকির (৩৪) গুরুত্বর আহত হয়েছেন। আহত দুইজনই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, মূলঘর গ্রামের জগদিশ মন্ডলের ছেলে ফলতিতা বাজারের ব্যবসায়ি
বিধান মন্ডল সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে ফকিরহাট বাজারে আসার পথে
বিশ্বরোডে উঠলে প্রতিপক্ষ গ্রুপের জনৈক্য দুই ব্যক্তি পিছন দিক দিয়ে এসে তার মূখ চেপে ধরে
পাশের একটি বাগানে নিয়ে যায়। এরপর তারা ছুরি বের করলে বিধান মন্ডল সেখান থেকে দৌড় দেয়। এসময়
দুবর্ৃত্তদের ছুরির আঘাতে তার গলা ও বাম হাত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
আহত বিধান মন্ডল জানান, প্রতিপক্ষদের সাথে টাকা লেন-দেন ও জেলেদের গোগা জাল ভাড়া দেওয়া নিয়ে
কিছুদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা করা হয়। বিষয়টি
মডেল থানা পুলিশ ও মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোরদারকে অবহিত করেন। এ
ঘটনায় ভুক্তভোগী মামলা করবেন বলে জানান।
অপরদিকে, উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে
প্রতিপক্ষের হামলায় কৃষক আল-আমিন ফকির গুরুত্বর আহত হয়েছে। ভুক্তভোগী পরিবার জানান, দেয়াপাড়া
গ্রামে রোববার দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষরা আল-আমিন ফকিরের উপর হামলা করে। এসময় প্রতিপক্ষরা
লাঠি-সোটা দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে গুরুত্ব আহত হয়। স্থানীয়রা
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সে উক্ত গ্রামের মৃত মো. আনোয়ার ফকিরের
ছেলে।
আহত আল-আমিন জানান, জমাজমি সংক্রান্ত বিবাদ ও পূর্বশত্রুতার জের ধরে তাকে মারপিট করা হয়েছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে আহতের বোন ফাতেমা খাতুন জানান
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত