ফকিরহাটে দি হাঙ্গার প্রজেক্টের ব্রেইভ প্রকল্পের কাবাডি প্রতিযোগীতা ও সমাবেশ অনুষ্ঠিত

দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে সম্প্রীতির ফকিরহাট উপজেলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে মূলঘর ইউনিয়নের ফলতিতা শশাধর সমাজ কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাগেরহাট ও ফকিরহাট নারী

কাবাডি দল এবং পিলজংগ ইউনিয়ন ও বাহিরদিয়া ইউনিয়নের ছেলেদের দল এর মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন

করা হয়। শশাধর সমাজকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে “তারুন্যের শক্তিতে সম্প্রীতি গড়ি একসাথে” স্লোগানে

মুখরিত হয়ে ২১ ডিসেম্বর২০২২ আয়োজিত এ সম্প্রীতির কাবাডি খেলায় নারি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়

ফকিরহাট উপজেলা দল এবং পুরুষ দলে চ্যাম্পিয়ন হয় পিলজংগ ইউনিয়ন দল। মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান

এডভোকেট হিটলার গোলদার এর সভাপতিত্বে উক্ত সম্প্রীতির কাবাডি আয়োজনে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু: আলিমুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন পিলজংগ ইউনিয়নের চেয়ারম্যান মোড়ল জাহিদ হাসান, জেলা সহিংসতা নিরসন কমিটির

সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, ব্রেইভ প্রকল্পের সমন্বয়ক নাজমুল হুদা মিনা,

জয়টিভির এমডি এবং জেলা সহিংসতা নিরসন কমিটির সদস্য আমিরুল ইসলাম। খেলার রেফারি হিসেবে

দ্বায়িত্ব পালন করেন শেখ জাহিদুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ। সম্প্রীতির কাবাডি খেলার উদ্বোধনীতে

চেয়ারম্যান হিটলার গোলদার বলেন ফকিরহাট একটি শান্তির জায়গা, এ খেলার অনুষ্ঠানের মাধ্যমে আমরা

প্রতিজ্ঞা করছি এই এলাকায় আমরা সম্প্রীতি নস্ট হতে দিবোনা। প্রধান অতিথি মো. আলিমুজ্জামান বলেন

ব্রেইভের মতো প্রকল্প সকল এলাকায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। জাতীর জনক বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষ

বাংলাদেশ গড়ার স্বপ্ন এভাবেই সম্ভব, ব্রেইভকে আমার অন্তস্থল হতে ধন্যবাদ। নাজমুল হুদা মিনা

বলেন, জাতীর ক্রান্তিলগ্নে তরুনদের আরো প্রয়োজন, আমরা সবাইকে খেলার মাধ্যমে উৎসাহিত করবো, তিনি

সবাইকে নিয়ে সম্প্রীতির ফকিরহাট গড়ার আহবান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *